বৃহস্পতিবার, ২রা আগস্ট, ২০১৮ ইং ১৮ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

‘ফল যাই হোক মেনে নেব’

নির্বাচনের ফল যাই হোক মেনে নেবেন বলে ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সোমবার সকালে একযোগে দেশের তিন (বরিশাল, রাজশাহী ও সিলেট) সিটি করপোরেশনে ভোটগ্রহণ শুরু হয়েছে। নিজের ভোট দেয়ার পর সাদিক আবদুল্লাহ এ ঘোষণা দেন। নির্বাচনে সাদিক আবদুল্লাহ মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির মজিবর রহমান সরোয়ার।

সাদিক, সরওয়ারসহ মোট সাতজন প্রার্থী এবার বরিশালের মেয়র হওয়ার জন্য ভোটের লড়াইয়ে আছেন।

এর মধ্যে থেকে একজনকে মেয়র হিসেবে বেছে নেয়ার পাশাপাশি সাধারণ ওয়ার্ডে ৩০ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন কাউন্সিলর নির্বাচিত করবেন বরিশাল সিটির ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটার।

এ জাতীয় আরও খবর

নৌ মন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়েছে ছাত্রশিবির

তিন থেকে দুইয়ে বিএনপি

ছাত্রলীগের শীর্ষ চারজনই আইনের শিক্ষার্থী

ছাত্রলীগের সভাপতি শোভন সম্পাদক রাব্বানী

মুন্সীগঞ্জে মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা