মঙ্গলবার, ৩১শে জুলাই, ২০১৮ ইং ১৬ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

পাকিস্তানের নির্বাচনে জিতে ইতিহাস গড়ল হিন্দু নেতা

প্রথম হিন্দু হিসেবে নির্বাচনে জয়ী হয়ে পাকিস্তান পার্লামেন্টে গেলেন মহেশকুমার মালানি। পাকিস্তান পিপলস পার্টির হয়ে সিন্ধু প্রদেশের একটি আসনে এক লাখেরও বেশি ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

জানা যায়, পাকিস্তান পিপলস পার্টি থেকে সিন্ধ প্রদেশের মালানি থারপারাকার-২ (ন্যাশনাল অ্যাসেম্বলির ২২২ )আসনে ভোটে দাঁড়িয়েছিলেন ৫৫ বছর বয়সী মহেশ। তার প্রতিপক্ষ ছিলেন ১৪ জন। নির্বাচনে মহেশ পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৬৩০ ভোট যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরব জাকাউল্লা পেয়েছেন ৮৭ হাজার ২৫১ ভোট।এর আগে সংরক্ষিত আসনে ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।