সিলেট সিটি নির্বাচন: অস্ত্র ও যান চলাচলে নিষেধাজ্ঞা
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকেঅবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মোটরসাইকেল চালনা, বৈধ-অবৈধ অস্ত্র বহন ও প্রদর্শন এবং মোটরযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি।
আগামীকাল শনিবার দিবাগত রাত ১২ টা থেকে মোটরসাইকেল চলাচল এবং রোববার দিবাগত রাত ১২ টা থেকে বৈধ-অবৈধ অস্ত্র বহন ও প্রদর্শন এবং যন্ত্রচালিত সব ধরনের যান চলাচলের উপর এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
শুক্রবার (২৭ জুলাই) এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা
এসএমপি জানায়, আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৮ উপলক্ষে ২৭টি সাধারণ ওয়ার্ড এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের স্মারক নং-১৭.০০.০০০০.০৩৪.৩৭.০০৯.১৮.৪৬৭ তারিখ-১৮/০৭/১৮খ্রিঃ এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পরিপত্র নং-০৭ তারিখ-১০/০৭/২০১৮খ্রিঃ মূলে জারিকৃত পরিপত্রের নির্দেশনার আলোকে ২৮/০৭/২০১৮খ্রি. তারিখ রাত ১২টা থেকে ভোট গ্রহণের পরের দিন অর্থাৎ ৩১/০৭/২০১৮ তারিখ সকাল ৬ টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল।’
তবে নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। এছাড়া পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ষ্টীকার ব্যবহার করতে বলা হয়।
বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা
একইভাবে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এসএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন এর স্মারক নং- ১৭.০০.০০০০.০৩৪.৩৭.০০৯.১৮.৪৬৭ তারিখ-১৮/০৭/১৮খ্রিঃ এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পরিপত্র নং-০৭ তারিখ-১০/০৭/২০১৮খ্রিঃ মূলে জারীকৃত পরিপত্রের ১৭ নং অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনা ও The Arms Act, 1878 এর ধারা 17A.(1)(2) এর আলোকে এবং এসএমপি এ্যাক্ট এর ধারা-২৭,২৯,৩০ এর ১(ক) মোতাবেক সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আগামী-২৯/০৭/২০১৮খ্রিঃ তারিখ মধ্য রাত ১২.০০ ঘটিকা হতে ৩১/০৭/২০১৮খ্রি. তারিখ মধ্য রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হল। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।’
যন্ত্রচালিত যানবাহন/নৌ-যান চলাচলের উপর নিষেধাজ্ঞা
নির্বাচনকে সামনে রেখে যন্ত্রচালিত যানবাহন ও নৌ-যান চলাচলের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে এসএমপি। নির্বাচনের আগের দিন অর্থাৎ আগামী রোববার (২৯ জুলাই) রাত ১২ টা থেকে এ নিষেধাজ্ঞা বলবৎ করা হবে। এটি বহাল থাকবে ভোটের দিন অর্থাৎ সোমবার রাত ১২টা পর্যন্ত। ফলে নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকায় টেক্সিক্যাব, বেবি ট্যাক্সি, অটোরিক্সা (সিএনজি), মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইকসহ যন্ত্রচালিত কোনো যানবাহন চলবে না।
তবে নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। এছাড়া এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচল উক্ত নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ষ্টীকার ব্যবহার করতে হবে। জাতীয় হাইওয়ে সমূহের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এদিকে একই বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের বরাত দিয়ে- সিটি কর্পোরেশনের এলাকার বাসিন্দা বা ভোটার নন তাদেরকে শুক্রবার (২৭ জুলাই) রাত ১২ টার আগেই নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়।
এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব।