স্বামীর পারিশ্রমিক চেয়ে চুল খোয়ালেন গৃহবধূ
স্বামীর কাজের পারিশ্রমিক চাইতে গিয়ে পুলিশের হাতে মাথার চুল খোয়ালেন এক গৃহবধূ। এ ব্যাপারে থানায় অভিযোগ জানাতে গিয়েও নাজেহাল হয়েছেন তিনি। পরে পুলিশ সুপারের কাছে অভিযোগ করলে তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন সামারুল (৩৫) নামে ওই নারীকে।
ঘটনাটি ঘটেছে কলকাতার বীরভূমের মল্লারপুরের গৌরবাজার গ্রামে। জানা গেছে, সামারুলের স্বামী মায়ারুল শেখ পেশায় ট্রাক্টর চালক। তার ফুপাতো ভাই সিভিক ভলন্টিয়ার পুলিশ অহিদুল শেখের একটি ট্রাক্টর চালাতেন তিনি। তাদের মধ্যে কথা ছিল ট্রাক্টর চালিয়ে যে আয় হবে তার অর্ধেক পাবেন মায়ারুল। কিন্তু অহিদুল ঠিক মতো টাকা দিত না তার ভাইকে।এদিকে স্বামীর পারিশ্রমিকের টাকা চাইতে ভাসুরের বাড়িতে যান সামারুল। টাকা চেয়ে অক্থ্য গালি শোনার পাশাপাশি নিজের মাথার চুল খোয়ান সামারুল।
সামারুলের অভিযোগ, তার ভাসুর সিভিক পুলিশের সদস্য হওয়ায় তাকে কেউ কিছু বলতে পারে না। তিনি টাকা চাইতে গেলে অহেতুক গালগালি শুরু করেন। এমনকি তাকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারবেন বলেও হুমকি দেন অহিদুল। প্রতিবাদ করায় তার মাথা ধরে দেওয়ালে ঠুকে দেন। এরপর কাঁচি দিয়ে তার চুল কেটে দেন ভাশুর অহিদুল।
পরে কাটা চুল নিয়েই মল্লারপুর থানায় যান সামারুল। লিখিত অভিযোগও করেন অহিদুলের বিরুদ্ধে। কিন্তু তিনি ওই থানারই সিভিক ভলন্টিয়ার হওয়ায় পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না।গতকাল সোমবার ডাকযোগে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ পাঠান সামারুল। জেলা পুলিশ সুপার কুণাল আগারভাল ফিরতি ডাকে অভিযোগ হাতে এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এতে আশ্বস্ত হয়ে বিচারের অপেক্ষায় রয়েছেন সামারুল।