বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

ই-কমার্সে দেশীয় অংশীদার ছাড়া ব্যবসা করতে পারবে না বিদেশিরা

প্রযুক্তি ডেস্ক : দেশীয় কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগ ছাড়া দেশে ই-কমার্স খাতে কোনো বিদেশি কোম্পানি ব্যবসা করতে পারবে না।ই-কমার্স বা ডিজিটাল কমার্স নীতিমালায় এ শর্ত দেয়া হয়েছে।সোমবার মন্ত্রিসভায় বৈঠকে এই নীতিমালার অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফলে বিদেশি বিনিয়োগের কোম্পানিগুলোকে এখন দেশীয় অংশীদার যোগ করতে হবে।নীতিমালায় বলা হয়েছে, ‘ডিজিটাল কমার্স বা ই-কমার্স খাতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশি কোম্পানি ও অনুরূপ বিদেশি কোম্পানি ৫১:৪৯ ইক্যুইটি ভিত্তিক মালিকানা ব্যবস্থায় প্রযোজ্য হবে।’এটি বাস্তবায়ন করবে বাণিজ্য মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।যার কারণ হিসেবে নীতিমালায় দেশীয় ডিজিটাল কমার্স বা ই-কমার্স শিল্প অধিকতর বিকশিত হওয়ার সুযোগ পাবে বলে উল্লেখ করা হয়েছে।আর এ খাতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিধি-বিধান প্রতিপালন কথা বলা হয়েছে।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার টেকশহরডটকমকে বলেছেন, মোবাইল ফোন, কম্পিউটারসহ ডিজিটাল ডিভাইস ও তথ্যপ্রযুক্তি খাতের সবখানেই অগ্রাধিকার দেশের স্বার্থ। দেশীয় শিল্প, খাতকে বড় করতে প্রণোদনাসহ নানা পলিসি ও কৌশলগত কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। ডিজিটাল কমার্স খাতেও তার ব্যতিক্রম হয়নি।ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল টেকশহরডটকমকে জানান, দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা ও বেড়ে ওঠার প্লাটফর্ম তৈরি করে দিতেই বিদেশী কোম্পানিগুলোতে যৌথ বিনিয়োগের শর্ত দেয়া হয়েছে।