বাজারে এলো মাত্র ৪৮ হাজার টাকায় হোন্ডার মোটরসাইকেল
মোটরসাইকেল একটি দ্রুতগামি বাহন যা যুবকদের খুব পছন্দের। প্রতিযোগিতা মূলক বাজারে নতুন নতুন মোটরসাইকেল আনছেন বিভিন্ন মোটরসাইকেল তৈরিকৃত কম্পানি।এবার নতুন মডেলের একটি মোটরসাইকেল বাজারে আনলের হোন্ডা।
খুব কম দামে নতুন মোটরসাইকেল বাজারে এনেছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। নাম ‘সিডি ১১০ ড্রিম ডিএক্স’।নতুন এই বাইকের দাম ৪৮ হাজার ৬৪১ টাকা। বাইকটি মূলত কালো রঙের। এর সঙ্গে বিভিন্ন রংয়ের কম্বিনেশনে পাওয়া যাচ্ছে। যেমন- কেবিন গোল্ড, গ্রিন মেটালিক, গ্রে সিলভার মেটালিক, লাল এবং ব্লু মেটালিক।
১১০ সিসির ‘সিডি ১১০ ড্রিম ডিএক্স’ বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮৬ কিলোমিটার।ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শহরের বাইরে বিশেষ করে গ্রামের বাজার ধরতে হোন্ডা কম দামে নতুন এ মোটরসাইকেল বাজারে এনেছে।এটি সাধারন মানুষ যাতে ক্রয় করতে সক্ষম হয় তারি লক্ষে এত কম দাম এ মোটরসাইকেলটি বাজারে আনা হয়েছে