কোটা অান্দোলনকারীদের ওপর হামলা, ছাত্রলীগের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ
কোটা অান্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার অান্দোলনকারী ৪ শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের ১৩ অাইনজীবী এ নোটিশ পাঠান।
হামলাকারীদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে জানাতে ঢাবি ও রাবির ভিসি, প্রক্টর এবং রেজিস্ট্রারকে বলা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিয়ে না জানালে অাইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয় নোটিশে।