বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

মেঘনায় শেলফি তুলতে গিয়ে ২ শিক্ষার্থী নিখোঁজ, ১ জনের মরদেহ উদ্ধার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় মেঘনা নদীতে শেলফি তুলতে গিয়ে নটরডেম বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী নিখোঁজের ১৬ ঘণ্টা পর সানিজদা বিনতে তানভীরের (২২) মরদেহ উদ্ধার করেছে ডুবরি দল।
রোববার দুপুরে  নৌবাহিনী সদস্যের চৌকস দল ও  ফায়ার সার্ভিসের সমন্ধয়ে  দুটি ইউনিটের ডুবরি দলের যৌথ চেষ্টায় ভৈরবের রেল ব্রিজের কাঁঠ পট্রি নদীতে ভাসমান অবস্হায়  মরদেহটি উদ্ধার কর হয়। উদ্ধার হওয়া মরদেহটি তানভীর নটরডেম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের অধ্যায়নরত ছিলেন বলে  জানা যায়।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী বাইন হিরা এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি আরেক শিক্ষার্থীকে উদ্ধারের জন্য অভিযান অব্যহত রয়েছে। স্হানীয় সূএে জানা যায়, গতকাল  শনিবার ঢাকা থেকে নটরডেম বিশ্ববিদ্যিলয়ের পাঁচ যুবক ও দুই তরুণীসহ সাত শিক্ষার্থী মেঘনা নদীতে ঘুরতে আসেন। পরে বিকেলে আশুগঞ্জের চর সোনারামপুর এলাকায় যান।
সেখানে নদীতে সেলফি তুলেন তারা। একপর্যায়ে নৌকা থেকে তানভীর পা পিছলে নদীতে পড়ে যান। এসময় তিনি পানিতে ডুবে গেলে তাকে উদ্ধারের জন্য মেহরাবও পানিতে নেমে ডুবে যান।
মূহূর্তেই তানভীর ও মেহরাব নদীতে তলিয়ে যায়।