ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে বাস খাঁদে নিহত ১,আহত ৬
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে ঘটনাস্হলে এক যুবক নিহত হয়েছে। বৃহস্হপতিবার বিকালে এ দূর্ঘটনায় আরো বেশ কয়েকজন গুরতর আহত হয়েছেন।
তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি কেউ।
পুলিশ ও স্হানীয়রা জানান, বিকালে অভিপরিবহনের একটি বাস সিলেট থেকে মুন্সীগঞ্জ যাওয়ার সময় চান্দুরা-রামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশে খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্হলে এক যুবক নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার (ওসি) হোসেন সরকার দূর্ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি উদ্ধার করা হয়েছে।