বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক যেমন ছিল তেমনই আছে: বার্নিকাট
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গতকাল যেমন ছিল আজও তেমনই আছে।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত জানান, ঢাকা ও ওয়াশিংটন মধ্যকার চলমান সম্পর্কের বিভিন্ন বিষয়ে সচিবের সঙ্গে তার আলোচনা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত কোনো প্রশ্ন না নিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক অতীতের মতই আছে। কোনো পরিবর্তন নেই।
উল্লেখ্য, বাংলাদেশের চলমান রাজনৈতিক ও নির্বাচন নিয়ে রাষ্ট্রদূত কয়েকদিন ধরে অত্যন্ত সোচ্চার কণ্ঠে সক্রিয়ভাবে মার্কিন রাষ্ট্রের অবস্থান তুলে ধরছেন। এ নিয়ে সরকারের বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিচ্ছে। অনেকে এ নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন।
বিস্তারিত আসছে….. …