ইতিহাস আপনাদের ক্ষমা করবে না : ফখরুল
সরকারকে উদ্দ্যেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। তাই আমরা আবার বলতে চাই, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে, সুচিকিৎসার ব্যবস্থা করে দেশে একটা পরিবেশ সৃষ্টি করুন।
বুধবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল।
তিনি বলেন, ‘৩০ জুন সর্বশেষ খালেদা জিয়ার আত্মীয়-স্বজনরা তার সঙ্গে দেখা করেছেন। এরপর গত ১০ দিনে কয়েক দফা চেষ্টা করেও খালেদা জিয়ার আত্মীয়-স্বজনরা তার সঙ্গে দেখা করতে পারেননি, আমরাও দেখা করতে পারিনি, আইনজীবীরাও দেখা করতে পারেননি।’
‘জেল সুপারকে বলা হলে, তিনি বলেন আইজি প্রিজনকে বলেন। আইজি প্রিজনকে বলা হলে, তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে বললে, তিনি বলেন এক নম্বরের সম্মতি ছাড়া আমার পক্ষে কিছু করা সম্ভব না। আমি নিশ্চয়ই আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি’
ফখরুল বলেন, ‘যেখানে জেল সুপারই ফাইনাল অথোরিটি, সেখানে সাক্ষাতের জন্য যদি সরকারের প্রধান ব্যক্তির কাছে যেতে হয়, তাহলে এই দেশে অবশিষ্ট আর কিছু নেই।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, সালাহউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, তাইফুল ইসলাম টিপু প্রমুখ। সারাবাংলা