বাঘ বলছে জিতবে ক্রোয়েশিয়া
স্পোর্টস ডেস্ক: রাশিয়ায় ফুটবল উৎসব শেষ হওয়ার পথে। ১৪ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা। চলছে সেমি ফাইনাল পর্ব। গতকাল ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বেলজিয়াম। ফ্রান্স তো ফাইনালে, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচ এখনও বাকি। তবে জ্যোতিষ বাঘ বলছে হ্যারিকেনদের বিপক্ষে জয় পাবে লুকা মডরিচরা।
গতকাল মঙ্গলবার বিকেলে ফ্রান্স বনাম বেলজিয়ামের খেলা মাঠে গড়ানোর আগে রাশিয়ার এক চিড়িয়াখানায় চার দেশের পতাকা দিয়ে চারটি বক্স বানিয়ে ঝোলানো হয়েছিল বাঘের খাঁচার ভেতরে। প্রথম দিকে ফ্রান্স ও বেলজিয়াম ও পরের দিকে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বক্স। বাঘটি প্রথম দিকের বক্সে না তাকিয়ে সোজা চলে আসে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বক্সের দিকে।
কয়েকবার এদিক ওদিক তাকিয়ে একলাফে উঠে ক্রোয়েশিয়ার বক্সটি জড়িয়ে ধরে বাঘটি। এ অবস্থা দেখে চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীরা উল্লাসের চিৎকার করতে শুরু করে। শব্দ শুনে বাঘটি আবার তার ঘরের ভেতরে ঢুকে যায়। পরে আবার বের হয়ে এসে ক্রোয়েশিয়ার পতাকা দিয়ে বানানো ব্ক্সটি নিয়ে খেলতে থাকে।
এদিকে ২০ বছর পর বিশ্বকাপ আসরের সেমি ফাইনাল খেলছে ক্রোয়েশিয়া। রাশিয়াকে শ্বাসরুদ্ধ টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারে নাম লেখায় ১৯৯৮ সালে শেষবার সেমি ফাইনাল খেলা ক্রেয়েটরা।