ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে সুখবর দিলেন মাশরাফি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মুর্তজা। অবশ্য মাশরাফির এই সিরিজে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল কারণ টা অবশ্য নড়াইল এক্সপ্রেসের সহধর্মিনী সুমনা হক অসুস্থ।
গত দুই সপ্তাহ যাবত জ্বরে ভুগছিলেন তিনি যার কারণে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিন দিন। স্ত্রীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত সময় পার করায় এক সপ্তাহ ধরে অনুশীলন করতে পারেননি মাশরাফি। গত কয়েকদিন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা শেষে এখন কিছুটা সুস্থ হয়ে উঠছেন মাশরাফির সহধর্মিনী।
মাশরাফি বিন মর্তুজার পারিবারিক সূত্রে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট চলাকালীন ক্যারিবীয় দ্বীপের উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি। মাশরাফির সঙ্গে যাওয়ার কথা রয়েছে ওয়ানডে দলে ডাক পাওয়া বাকি সদস্যদেরও।
বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি।
এক নজরে ওয়ানডে সিরিজ
২২ জুলাই: প্রথম ওয়ানডে (গায়ানা)
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা।
২৫ জুলাই: দ্বিতীয় ওয়ানডে (গায়ানা)
বাংলাদেশ সময় রাত ১২টা।
২৮ জুলাই: তৃতীয় ওয়ানডে (সেন্ট কিটস)
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা।