শনিবার, ১৪ই জুলাই, ২০১৮ ইং ৩০শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

রোনালদোকে পাত্তাই দিলো না আর্জেন্টাইন সুপারস্টার

স্পোর্টস ডেস্ক:
সপ্তাহজুড়ে আলোচনা ছিলো রিয়াল ছাড়ছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। অবশেষে সব গুঞ্জণ অবসান ঘটিয়ে মঙ্গলবার (১০ জুলাই) বাংলাদেশে সময় রাত আটটায় জুভেন্টাসের সাথে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চুক্তি স্বাক্ষর করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। রোনালদোর জুভেন্টাসে যাওয়ায় অনেক রিয়াল বিরোধীরা এবং রোনালদো ভক্তরা খুব খুশি হয়েছেন এই কারণে যে সেখানে আর্জেন্টাইন সুপারস্টার পাউলো দিবালা আছেন।

দুজনের খেলার ধরণ একই হওয়ার কারণে ধারনা করা হচ্ছে জুভেন্টাসে দুই স্পিডস্টারের রসায়নটা বেশ ভালোই জমবে। হয়তো সমানের মৌসুমে রোনালদো-দিবালা জুটি জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উপহার দিতে পারবে। দিবালার মতো তরুণও হয়তো খুব খুশি হবেন রোনালদোর মতো একজন গ্রেটকে পেয়ে। কিন্তু ঘটনা হিতে বিপরীত!

রোনালদো জুভেন্টাসে সাইন করার পর দলটির নাম্বার টেন দিবালাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলো, কেমন অনুভব করছেন বিশ্বসেরা প্লেয়ার আপনার ক্লাবে আসেছেন?
উত্তরে দিবালা বলেন লিওনেল মেসিও আসেছেন নাকি? বর্তমানে যগ্মভাবে দুজনকে সেরা ফুটবলার বললেও রোনালদো নয় দিবালার দৃষ্টিতে জাতীয় দলের বড় ভাই মেসিই সেরা।

এদিকে গুঞ্জণ উঠেছে দিবালা নাকি জুভেন্টাস ছাড়ছেন। ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুলে যোগ দিতে পারেন এই ফরোয়ার্ড। হয়তো জুভেন্টাসে রোনালদোর ছাঁয়ায় পরে থাকতে হবে এটা বুঝেই কি আগেভাগে দল পরিবর্তন করতে চাইছেন আর্জেন্টাইন তরুণ। তবে কি রোনালদো-দিবালা জুটি মাঠে দেখা যাবে না? -গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

ক্রোয়েশিয়ার স্বপ্নযাত্রা শুরু যেভাবে

ব্যাটিং হতাশা : ১৪৯ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ

আর্জেন্টিনা চায় মেসি একাই সব করে দেবে : ম্যারাডোনা

ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবেন মাশরাফি

জয় দিয়ে সিরিজ শুরু পাকিস্তানের

৫ মুসলিম খেলোয়াড় ফ্রান্সের হয়ে খেলবেন বিশ্বকাপ ফাইনালে