ব্যাংক ঋণের সুদের হার রাতারাতি কমবে না : অর্থমন্ত্রী
সব ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল মুহিত। তবে এতে করে ব্যাংক ঋণের সুদের ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হবে নাÑ এমন দাবি করে তিনি বলেন, ‘আমি বলে দিয়েছি, বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে পরবর্তী ধাপে কাজ করবে।’
বুধবার সচিবালয়ে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
‘সব ব্যাংক এখনো ঋণের সুদে হার এক অঙ্কে নামায় নি’Ñ সাংবাদিকদের এমন কথার জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ শুনেছি। নামাবে, কথা ঠিক, এখনো নামায় নি। তবে এটা টার্গেট অলসো ভেরিমাচ ডিফিকাল্ট ছিল। ইনিশিয়াল টার্গেট ওয়াজ ডিফিকাল্ট। সুদের হার রাতারাতি কমানো যাবে না। আমি বোধয় তখনই বলেছিলাম, যত জলদি করা যায়। এত কুইকলি করা সকলের পক্ষে সম্ভবপর হয় নাই।’
‘এতে করে ব্যাংকিং খাতে বিশৃংখলা সৃষ্টি হবে কি না’Ñ জানতে চাইলে তিনি বলেন, নো, নো বিশৃংখলা, ইউ ক্যান নট ইমপোজার অভার নাইট। আমি বলে দিয়েছি, বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে পরবর্তী ধাপে কাজ করবে।’
‘এদিকে আমানতের সুদের হার কমে যাওয়ায় সরকারি ব্যাংকগুলো বেসরকারি ব্যাংক থেকে তাদের গচ্ছিত আমানত তুলে নিচ্ছে’Ñ এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আমি এটা জানি না। হয়তো ওঠাবে, কারণ এটা তো তাদের ব্যবসার ব্যাপার।’
বেসরকারি ব্যাংকগুলোতে কম সুদে সরকারি আমানত রাখার প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘কম সুদে কী করে হবে, কম সুদে হবে না। আমরা সরকারি আমানত বেসরকারি ব্যাংকে ডিপোজিট রাখার সুযোগ করে দিয়েছি। তারা (বেসরকারি ব্যাংক) এখন সরকারি আমানতের ৫০ শতাংশ পাচ্ছে।