বুধবার, ১৮ই জুলাই, ২০১৮ ইং ৩রা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

নাসিরনগরে বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসা ও টিকা প্রদান ক্যাম্প অনুষ্ঠিত

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  : ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রকল্প(এনএটিপি-২)অর্থায়নে ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে গবাদিপশুর চিকিৎসা ও টিকা প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাতলপাড় কলেজ মাঠে ও রতনপুর বাজার প্রাঙ্গণে আজ মঙ্গলবার দিনব্যাপী এ চিকিৎসা ও টিকা প্রদান ক্যাম্পের উদ্বোধন করেন চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ ।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক,সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া,ভেটেরিনারি ফিল্ড সহকারী আবদুস সামাদ,ইমান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ক্যাম্পে বিনামূল্যে প্রায় আট শতাধিক হাঁস-মুরগি,গরু,ছাগলের বাদলা, তরকা,খোরা ও কৃমিনাশক জাতীয় বিভিন্ন চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।