নবীনগরে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাএ নিহত
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার সোহাতা নামক স্থানে রবিবার দুপুরে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। নিহত ছাএের নাম গোলাম মোরশেদ (১১)। সে স্হানীয় একটি স্কুলের ৫ম শ্রেণীর ছাএ ছিলেন।
প্রর্তক্ষদর্শী জানায়, সিএনজি যোগে কুমিল্লা যাওয়ার পথে সোহাতা নামক স্থানে রাস্তার পূর্ব পাশ থেকে আসা গাছ বোঝাই একটি নসিমন আচমকা ওই সিএনজিকে ধাক্কা দিলে দূর্ঘটনার শিকার হয় সিএনজি’র যাত্রীরা।
এদের মর্ধ্যে গুরুতর আহত মোর্শেদকে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকীদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নবীনগর থানার (ওসি) মো: আসলাম শিকদার দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।