নবীনগরে চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক নিহত
                নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চুরির ঘটনায় গণপিটুনিতে আবু সাঈদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।   সোমবার ভোররাতে  উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাঈদ উপজেলার জিনোদপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
              
              
              
                    পুলিশ ও এলাকাবাসি জানান, রাতে সাঈদ লাউর ফতেহপুর গ্রামের ফরিদ মিয়ার বাড়িতে চুরি করতে ঢুকেন।  বাড়ির লোকজন তাকে দেখে ফেলে  চোর বলে চিৎকার শুরু করলে প্রতিবেশিরা ছুটে এসে সাঈদকে  ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তবে  এলাকায় সে ‘সাঈদ্দা চোরা’ নামে সে পরিচিত বলে জানিয়েছেন এলাকাবাসি।
                  
                  
                  
                    নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আসলাম শিকদার জানান,লাশ
                  
                  
                    উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
                  
                  
                    সাঈদের বিরুদ্ধে গণধর্ষণ, হত্যা, ও চুরির মামলাসহ পাঁচটি মামলা রয়েছে।
                  
                  
                    তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
                  
                
        







