বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

বাংলাভিশন তার স্বকিয়তা বজায় রেখে এগিয়ে যাচ্ছে -জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, বর্তমান অনেক চ্যানেলের মাঝেও বাংলাভিশন তার স্বকিয়তা বজায় রেখে এগিয়ে যাচ্ছে। মিডিয়ার প্রচারের কারণেই আজকের বাংলাদেশের সফলতা এসেছে। বাংলাভিশন জেলার শিক্ষা সংস্কৃতিসহ ঐতিহ্যগুলো আগামী দিনে তুলে ধরবে। এক্ষেত্রে তিনি বাংলাভিশনের অগ্রযাত্রা ও সফলতা কামনা করেন।

শনিবার সকালে দর্শক নন্দিত বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশন এর ১যুগ পূর্তি ও ১৩তম বর্ষে প্রদার্পন উপলক্ষ্যে ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ ক্থা বলেন। প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার। অনুুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো: আশিকুল ইসলাম।

প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ্আলম, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সাধারন সম্পাদক আ,ফ,ম কাউসার এমরান ও মো: সাদেকুর রহমানদৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু হোরায়রা, কমরেড নজরুল ইসলাম প্রমুখ। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রধান অতিথি কেক কাটেন।

অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, স্থানীয় পত্রিকার সম্পাদক, ফটো সাংবাদিক সহ নানা শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেনীর পেশার মানুষ অংশ নেয়।

 

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ১১ জন

ঐতিহ্যের সুন্দর ব্রাহ্মণবাড়িয়ার জন্য সকলকে ভ’মিকা রাখতে হবে : ডাঃ মোঃ আবু সাঈদ

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মান প্রকল্পের কাজ পরিদর্শনে ভারতের বিশেষ প্রতিনিধি দল 

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ও গুলিসহ আটক ২

র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায়  গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বৈশাখী ভাতা ও ইনক্রিমেন্ট দেয়ায় নাসিরনগরে মাধ্যমিক শিক্ষকদের আনন্দ শোভাযাত্রা

আশুগঞ্জে তারুয়া ইউপি নতুন ভবন নির্মাণ কাজের উদ্ধোধন

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মনোনয়ন ফরম কিনলেন বিএম ফরহাদ হোসেন সংগ্রামসহ ৭ জন