নৌকায় ভোট দিন,বাংলাদেশ ঋণ আনবে না,দিবে-বাঞ্ছারামপুরে মোস্তাফা জাব্বার
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : নৌকায় ভোট দিন।শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানালে বাংলাদেশ বর্তমানে উন্নয়নশীল দেশ হতে ‘উন্নত’দেশ হিসেবে সারা বিশে^ পরিচিতি পাবে।সারা বিশ্বে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।এই খাত থেকে বাজেটের ২৫ভাগ আসবে কেবল রপ্তানী থেকে।আগামী ৫ বছর পর বাংলাদেশ ঋণ আনবে না,বিভিন্ন দেশকে ঋণ দিবে’-আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ক্যা.তাজ অডিটোরিয়ামে এক সংবর্ধনায় সংবর্ধিত অতিথির বক্তৃতায় সরকারের ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযক্তি মন্ত্রী মোস্তাফা জাব্বার এসব কথা বলেন।মন্ত্রী পরে বাঞ্ছারামপুর আইসিটি খাতের বিভিন্ন উন্নয়নে ভবিষতে সহায়তার আশ্বাস দেন।
বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যা.এবি তাজুল ইসলাম এমপি। এ ছাড়া আরো বক্তৃতা করেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.সিরাজুল ইসলাম,মন্ত্রীর পত্নী বকুল মোস্তাফা,সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, আওয়ামীলীগের সাবেক উপপ্রচার সম্পাদক সাঈদ আহমেদ বাবু,জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল,উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম,মেয়র টিপু মোল্লা প্রমূখ।