কসবায় নানা অপকর্মের জন্য প্রধান শিক্ষিকাকে বদলির দাবি
কসবা প্রতিনিধি : ক্ষমতার অপব্যবহার, অনিয়মের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুটি ইউনিয়নের কালামুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী আক্তারের বদলির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে উপজেলার কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের কালামুড়িয়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন কুটি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া, এম এ মতিন, আনোয়ার হোসেন নসু মিয়া, রউফ মিয়া, সোহাগ খান, মো. শাহ আলম, তারু মিয়া, সানু মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী আক্তারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে বদলির জেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন করা হয়েছে। কিন্ত শেফালী আক্তারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাসহ প্রধান শিক্ষিকার বদলি ও কোনো প্রতিকার নেয়া হয়নি। অবিলম্বে তার বদলি চাই বলে দাবি জানান বিক্ষোভকারীরা।