বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

পুলিশি হামলার জন্য কাতালানবাসীর কাছে ক্ষমা চাইলেন স্প্যানিশ কর্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনতাকামী কাতালোনিয়ার গণভোটে পুলিশি হামলা চালানোর জন্য ক্ষমা চেয়েছেন এক স্প্যানিশ কর্মকর্তা। জোসেফ এনরিক মিলো হচ্ছেন সেই ব্যক্তি, যিনি স্পেন সরকারের সর্বজ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে সহিংস ওই হামলার জন্য কাতালানবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন।

টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আমি যখন আহতদের ছবি দেখেছি তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি সেসব অফিসারদের পক্ষে ক্ষমা চাই। তবে মিলোর দাবি, স্পেন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণভোট চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কাতালান প্রেসিডেন্ট ও তার সরকারকে দায়ী করতে হবে।

এর আগে, কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কার্লোস পুজডেমন্ড আগামী অধিবেশনেই স্বাধীনতার ঘোষণা দিবেন বলে জানিয়েছিলেন। তবে তাদের এই সিদ্ধান্ত সংবিধানের লঙ্ঘন হবে বলে জানিয়েছিলেন আদালত।

উল্লেখ্য, রবিবারের এই সহিংস গণভোটকে ঘিরে ৮ শতাধিক মানুষ আহত হন। এই গণভোটে ৪২ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়ে কাতালান কর্মকর্তারা বলেন, ৯০ শতাংশ ভোট পড়েছে স্বাধীনতার পক্ষে। বিবিসি।