g রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবেন না : ওবায়দুল কাদের | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ১৪ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবেন না : ওবায়দুল কাদের

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২৬, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তিনি যে বলছেন সরকারি ত্রাণ, সরকারি ত্রাণ তো এখনো ব্যবহারই হয়নি।’ তিনি বলেন, ‘তাঁর উদ্দেশ্যে বলব, ত্রাণ দিতে আসছেন ত্রাণ দেবেন কিন্তু এই রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবেন না।’

মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার বালুখালীতে সাড়ে এক হাজার ৮০০ রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করার সময় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে এসব কথা বলেন। বুধবার মির্জা ফখরুল কক্সবাজারে এসে বলেন, ‘সরকারে থেকে সরকারি ত্রাণ ব্যবহার করছেন, আমরা বিরোধী দলে থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। বিশ্বাস করি যত ত্রাণ দেওয়া হয়েছে, বেশির ভাগ বিএনপিই দিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা সংকট যতই প্রকট হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ততই বিএনপির চেয়ারপারসন দেশে ফেরার তারিখ বদলাচ্ছেন। ভারত কিছু ত্রাণ সরাসরি দিয়েছে, এর পরিমাণ সাত হাজার টন। এখনো ব্যবহার হয়নি। বিএনপি না আনলেও সাধারণ মানুষ সারা দেশ থেকে যে ত্রাণ নিয়ে আসছে যে ত্রাণ দিয়েই আমরা শেষ করতে পারছি না। একই মিথ্যাচারের ভাঙা রেকর্ড, যা বিএনপির পুরোনো অভ্যাস। কক্সবাজারে এসেও তিনি (মির্জা ফখরুল) ভাঙা রেকর্ড বাজালেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব এক মাস পর কেন এলেন এর জবাব তিনিই (মির্জা ফখরুল) দেবেন। এটা আমি দিতে চাই না। দেশের এ সংকটেও তিনি দেশে নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকায় বসে অন্ধকারে ঢিল ছুড়ছে বিএনপি। উখিয়া, টেকনাফে তারা আসে না। বাসায় বসে বসে তারা অন্ধকারে ঢিল ছুড়ছে।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, চট্টগ্রাম মহানগর ও কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর