কসবায় রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন বন্ধে উপজেলা উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গণ জামায়েত
---
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি : মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে কসবা উপজেলা উলামা পরিষদ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম, নারী শিশু নির্যাতন ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও গণ-জমায়েতের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। পরে মিছিলটি পৌর মুক্তমঞ্চে গণজমায়েতে মিলিত হয়।
আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ, আড়াইবাড়ী দরবার শরীফের পীর হযরত মাওলানা গোলাম সারোয়ার সাঈদী, মহিউসুন্নাহ জালালীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক পীরে কামেল হযরত মাওলানা জয়নাল আবেদীন, দারুল উলুম মাদরাসার পরিচালক হযরত মাওলানা আবদুর রহিম কাসেমী, সৈয়দাবাদ জামিয়া ছানিয়া ইউনুছিয়া মাদরাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা মূফতি আবদুল আহাদ মির্জাপূরী, মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা উসমান গনি প্রমুখ।
জমায়েতে বক্তাগন আন্তর্জাতিক মহলের মাধ্যমে চাপ সৃষ্টি করে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর এ পৈশাচিক বর্বরতা, নারী, শিশু নির্যাতন ও গনহত্যা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান। জাতি সংঘের অধিবেশনে যোগদান করে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের শান্তির লক্ষে ভূমিকা রাখায় তাকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।