g মিরসরাইয়ে ট্রাক-লেগুনার সংঘর্ষে নিহত ৪ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৯শে জুলাই, ২০১৭ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ট্রাক-লেগুনার সংঘর্ষে নিহত ৪

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৬, ২০১৭

---

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

রবিবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার পৌরসদরে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার এসআই কামাল হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের সুফিয়া রোড এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। লেগুনাটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে এক নারীসহ চারজন নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্স ও মিঠাছড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের আশংকাজনক অবস্থা হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই কামাল।