g পার্লামেন্টে বুকের দুধ খাওয়ানো অস্ট্রেলীয় এমপির পদত্যাগ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২০শে জুলাই, ২০১৭ ইং ৫ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

পার্লামেন্টে বুকের দুধ খাওয়ানো অস্ট্রেলীয় এমপির পদত্যাগ

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৮, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ খাইয়ে ইতিহাস সৃষ্টি করা অস্ট্রেলীয় সিনেটর লারিসা ওয়াটার্স নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানার পরে পদত্যাগ করেছেন। মাইনর গ্রিন্স পার্টি থেকে নির্বাচিত লারিসা কানাডায় জন্ম নিয়েছিলেন, ফলে জন্মসূত্রে তিনি কানাডারও নাগরিক।

অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী কেউ যদি দুই বা তার বেশি দেশের নাগরিকত্ব ধরে রাখে তাহলে ফেডারেল কোনো অফিসের জন্য নির্বাচন করা যাবে না। শুক্রবার স্কট লুডলাম নামের আরেকজন মাইনর গ্রিন্স পার্টি সিনেটর নিউজিল্যান্ডে নিজের দ্বৈত নাগরিকত্বের জন্য পদত্যাগ করেছিলেন। এই দুইজন সিনেটরই দলের ডেপুটি লিডার ছিলেন। গত মে মাসে পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ খাইয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেন ওয়াটার্স।

ওয়াটার্স বলেছেন, নিজের কানাডা নাগরিকত্বের বিষয়ে তিনি অবহিত ছিলেন না। লুডলামের খবর জানার পরেই তিনি নিজেরটা জানতে পারেন। মঙ্গলবার অশ্রুসিক্ত অবস্থায় সংবাদ সম্মেলনে নিজের ভুলকে ‘সৎ ভুল’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। বিবিসি।

এ জাতীয় আরও খবর