g টাঙ্গাইলে যমুনার পানি কমতে শুরু করেছে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৯শে জুলাই, ২০১৭ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

টাঙ্গাইলে যমুনার পানি কমতে শুরু করেছে

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৭, ২০১৭

---

নিউজ ডেস্ক : টাঙ্গাইলে যমুনা নদীর পানি ভূঞাপুরের নলিন অংশে পানি কমতে শুরু করেছে। তবে এখনও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষদের। নলিন অংশে গত ২৪ ঘণ্টায় ১৮ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যায় এখনও টাঙ্গাইল সদরসহ ৪টি উপজেলার শতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ভেসে গেছে রাস্তা-ঘাট বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় ১৩ শ হেক্টর জমির ফসল।

এদিকে পর্যন্ত ত্রান না পাওয়ার অভিযোগ রয়েছে বানভাসীদের। পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে তারা।

এ প্রসঙ্গে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব আমির হোসেন সাংবাদিকদের জানান, সরকারের প্রচুর পরিমাণে ত্রাণসামগ্রী মজুদ রয়েছে। জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার ও জনপ্রতিনিধিদের কাছে বানভাসী মানুষের তালিকা চাওয়া হয়েছে। তালিকা দিলে তাদের সরকারি ত্রাণ প্রদান করা হবে।

এ জাতীয় আরও খবর