বুধবার, ১২ই জুলাই, ২০১৭ ইং ২৮শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ব্যাংকার মায়ের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

AmaderBrahmanbaria.COM
জুলাই ১০, ২০১৭
news-image

---

অনলাইন ডেস্ক : ‘যার মা আছে, সে কখনও গরীব নয়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের এই কথাতেই বোঝা যায় সন্তানের কাছে মায়ের মূল্য কতো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন ব্যাংককর্মী মায়ের এমন এক ছবি ভাইরাল হয়েছে যা দেখলে চোখ জলে ভরে যাবে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে। ভারতীয় এই মা পেশায় একজন ব্যাংককর্মী।

গত মঙ্গলবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন স্বাতী নামে মধ্যবয়সী ওই নারী। সেখানে তিনি অফিসে কম্পিউটারে মগ্ন, আর মেঝেতে শুয়ে রয়েছে তার ছোট্ট ছেলে।

পোস্টে স্বাতী লিখেছেন, ‘মেঝেতে কোনো শিশু শুয়ে নেই। আমার মনটা ওখানে পড়ে রয়েছে। ওর খুব জ্বর। অন্য কারও কাছে থাকতে রাজি হচ্ছিল না। অনেক কাজ, তাই ছুটিও নিতে পারিনি। কিন্তু জানতাম, আমাকে দুটো দিকই সামলাতে হবে। ‘

এখানেই শেষ নয়। শেষে স্বাতী লিখেছেন, ‘এই পোস্ট সেই সব মন্ত্রীকে বার্তা দেওয়ার জন্য, যারা বিধানসভায় ঘুমোন। ‘

পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরই তা ভাইরাল হয়ে যায়। অসংখ্যবার ‘লাইক’ এবং ‘শেয়ার’ হয়েছে স্বাতীর পোস্ট। শুধু নারীরা নন, অনেক পুরুষও স্বাতীর ‘সাহসী’ পোস্টের প্রশংসা করেছেন। সেই সঙ্গে ভারতের নেতা-মন্ত্রীদের কটাক্ষ করতেও তারা ছাড়েননি।