বুধবার, ১২ই জুলাই, ২০১৭ ইং ২৮শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

খাবার দিতে দেরি হওয়ায় স্ত্রীকে গুলি করে হত্যা!

AmaderBrahmanbaria.COM
জুলাই ১০, ২০১৭

---

অনলাইন ডেস্ক : খাবার দিতে দেরি হওয়ায় স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন এক ভারতীয় নাগরিক। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। এ অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

স্থানীয় পুলিশ অফিসার রুপেশ সিং জানান, গত শনিবার রাতে অশোক নামের ৬০ বছর বয়সী ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সাথে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। স্ত্রী সুনয়না (৫৫) তার স্বামীর মদ্যপানের অভ্যাস নিয়ে মনক্ষুণ্ণ ছিলেন। আর এ নিয়ে অশোকের সাথে কথা বলতে চেয়েছিলেন তিনি। তবে অশোক এ কথায় পাত্তা না দিয়ে তাড়াতাড়ি রাতের খাবার দিতে বলেন। খাবার দিতে একটু দেরি হতেই তিনি স্ত্রীর উপর গুলি চালান। হাসপাতালে নেয়ার পথেই মাথায় গুলিবিদ্ধ সুনয়না মৃত্যু হয়।

যদিও জবানবন্দীতে অশোক কুমার তার অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি এখন অনুতপ্ত।

ভারতে গত এক দশকে নারীদের প্রতি পারিবারিক সহিংসতা সবচেয়ে বেশি। ২০১৫ সালে প্রতি ৪ মিনিটে একটি করে পারিবারিক সহিংসতার অপরাধ ঘটে বলে প্রতিবেদন প্রকাশিত হয়।

এছাড়া দেশটির এক পারিবারিক জরিপে দেখা যায় ৫৪ শতাংশ পুরুষ এবং ৫১ শতাংশ নারী বলেছে, শাশুড়িকে অসম্মান, বাড়িঘর বা সন্তানকে অবহেলা, এমনকি তরকারিতে লবণ কম হলেও স্ত্রীকে মারধর করার ঘটনা ঘটে থাকে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর