বাজেট ঘাটতি পূরণ বেশ জটিল হবে : অর্থমন্ত্রী
---
নিজস্ব প্রতিবেদক : ভ্যাট আইন প্রত্যাহারের ফলে বাজেট ঘাটতি অর্থায়ন বেশ জটিল হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ভ্যাটের ২০ হাজার কোটি টাকা কোন উৎস থেকে সংগ্রহ করা হবে তা খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ভ্যাট থেকে বড় পরিমাণ অর্থ সংস্থানের পরিকল্পনা ছিল। শেষ সময়ে ভ্যাট আইন বাস্তবায়ন থেকে সরে আসার ফলে সেই অর্থ কোন কোনখাত থেকে আসবে তা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। তবে, প্রক্রিয়াটি বেশ জটিল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, হলি আর্টিজান হামলায় নিহত ২০ জন দেশি-বিদেশি নাগরিককে ক্ষতিপূরণ বাবদ দুই কোটি ৭৯ লাখ টাকা অর্থ ছাড় করেছে অর্থবিভাগ। পরিবার প্রতি সহায়তার পরিমাণ দাঁড়াবে ১৫ লাখ টাকা।ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোট নয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়।