অন্তর্বাস সম্পর্কে কিছু অজানা কথা!
লাইফস্টাইল ডেস্ক : প্রত্যেকদিনের জীবনে অন্তর্বাস জরুরি। অন্তর্বাস কেমন হবে, এই নিয়ে সকলেরই পছন্দ-অপছন্দ আছে। কেউ আরামকে বেশি গুরুত্ব দেন, কেউ বা আবার অন্তর্বাসে চান ফ্যাশনচিন্তা।
কিন্তু অন্তর্বাস নিয়ে রয়েছে এমন কিছু কথা, যা অনেকেরই অজানা।
ফ্রান্সে lingerie বলতে নারী ও পুরুষ উভয়েরই অন্তর্বাসকে বোঝায়।
৯০ শতকের শুরুর দিকে নারীদের মধ্যে মোনোবোসম স্টাইলটি খুব জনপ্রিয় ছিল। এতে বুকের গড়ন ভারী দেখাত।
মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা সবচেয়ে বড় সাইজ়ের ব্রা পরেন। যেখানে জাপানের নারীরা সবচেয়ে ছোটো সাইজ়ের ব্রা ব্যবহার করেন।
ইটালির নারীরা প্রতি বছর নিউ ইয়ারের সময় লাল রঙের অন্তর্বাস পরেন। কারণ তা নাকি শুভ। সৌভাগ্য এনে দেয়।
যে নারীরা G-sting অন্তর্বাস ব্যবহার করেন, তারা নাকি অনেক বেশি সৃজনশীল, উদার ও আত্মবিশ্বাসী।
ইন্টারন্যাশনাল lingerie ব্র্যান্ড Triumph বাজারে প্রথম নারীদের জন্য অন্তর্বাস নিয়ে আসে।
ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, Triumph-ই প্রথম কম্পানি, যাদের ফ্যাশন শো-এর ক্যাটওয়াকে নারীরা প্রথম অন্তর্বাস পরে হাঁটেন।
অন্তর্বাস ব্যবহারের উপযুক্ত মেয়াদ ৬ মাস।
আরামে থাকতে ও শরীরের গড়নকে সুন্দর রাখতে সঠিক সাইজের অন্তর্বাস পরা জরুরি।
অন্তর্বাসের ক্ষেত্রে বেশির ভাগ নারীদের পছন্দের রং বেগুনি, নীল ও পার্পেল।