সাবধান, পাঁচ ধরণের প্রেমিকা থেকে দূরে থাকুন!
জীবনে যখন প্রেম আসে তখন হয়তো আমরা অনেক কিছুই ভুল যাই। ভুলে যাই অতীত বা ভবিষ্যতের কথা। প্রেম আসতে পারে একবার বা তার অধিক। তবে সে ক্ষেত্রে হুট করে যদি প্রেম এসে পড়ে তখন হয়তো প্রেমিকাকে তেমন জানা-শোনা হয় না।আর তখনি ঘটে যেতে পারে বড় ধরণের অঘটন। তাই এ ধরণের পাঁচ প্রেমিকা থেকে দূরে থাকবে হবে।
জেনে নিন কোন ৫ প্রেমিকা থেকে দূরে থাকবেন:
ডোন্ট কেয়ার স্বভাবের: তোমার প্রেমিকা একেবারে ডোন্ট কেয়ার স্বভাবের নাকি! তোমার কোন কথা পাত্তাই দেয় না। তোমার পছন্দ কিংবা নিষেধ কানেও নেয় না। তাহলে এখনি সাবধান! না হলে ভবিষ্যৎ অন্ধকার।
অতিরিক্ত যত্নবান: অনেক সময় দেখা যায় প্রেমিকারা অতিরিক্ত যত্নবান টাইপের হয়ে থাকে। প্রথমদিকে তোমার ভালো লাগবে কিন্তু পরে মনে হবে রীতিমতো অত্যাচার। তোমার চলাফেরা থেকে শুরু করে খাওয়া, ঘুম এমনকি রাস্তায় হোঁচট খেলে কিনা সেটাও জানতে চাইছে। এমন প্রেমিকার হাতে পড়লে জীবন জাহান্নাম হতে বাকি।
উদাসীন: কিছু কিছু প্রেমিকা অনেক ক্ষেত্রে একেবারেই উদাসীন। কেয়ার সবারই প্রিয়। কিন্তু একেবারেই কেয়ারলেস সহনীয় নয়। তুমি পড়ে গিয়ে হাত ভাঙ্গলে নাকি এক্সাম খারাপ দিলে তাতে এদের যায় আসে না। এমন প্রেমিকা থেকে দূরে থাকো।
বাস্তববাদী: অনেক প্রেমিকা অতিরিক্ত বাস্তববাদী হয়ে থাকে। এই ধরণের প্রেমিকা তোমাকে উঠতে বসতে যুক্তি শোনাবে। এটা এভাবে নয় ওভাবে করো বলে সারাক্ষণ জ্ঞাণ বাক্য শোনাবে। মোটকথা তাদের খুশি মত তারা তোমাকে উঠাবে আর বসাবে। সুতরাং এদের থেকে একশো হাত দূরে থাকো।
প্রেমিকা যখন আপনার কথায় ওঠ-বস করে: কিছু প্রেমিকা আছে আপনার কথায় ওঠে আর বসে? যখন যা বল শোনে? এমন প্রেমিকা থেকে দূরে থাক। এর থেকে একটা পুতু লের সাথে প্রেম করা শ্রেয়। তোমার জরুরী কোন মূহুর্তে এরা কোন বুদ্ধি দিয়ে তোমাকে সাহায্য করতে পারবে না। তোমার সমস্যা কমানোর থেকে আরো বাড়াবে এরা।
অবশ্য নিখুঁত প্রেমিকা পাওয়াটা অসম্ভব। তবে আপনার ভালোবাসায় যেকোন প্রেমিকাই আপনার জন্য সেরা প্রেমিকা হয়ে উঠতে পারে।