সিলেট ও চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা
AmaderBrahmanbaria.COM
জুলাই ১, ২০১৭
---
নিজস্ব প্রতিবেদক : ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আজ শনিবার (১ জুলাই) বিকেলে আবহাওয়া অফিস থেকে এমন খবর জানানো হয়।
উল্লেখ্য, গত ১৩জুন টানা বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে ১৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাঙামাটিতে সেনা কর্মকর্তাসহ ৯৮ জন, বান্দরবানে ৭ জন এবং চট্টগ্রামে ২৫ জন মারা গেছেন। সোমবার (১২ জুন) মধ্যরাতে থেকে মঙ্গলবার (১৩ জুন) রাত পর্যন্ত প্রাণহানির এ ঘটনা ঘটেছে।