g গাজীপুরে বয়লার বিস্ফোরণ : ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৯শে জুলাই, ২০১৭ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

গাজীপুরে বয়লার বিস্ফোরণ : ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

AmaderBrahmanbaria.COM
জুলাই ৪, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ শ্রমিক নিহত হয়েছেন।সোমবার (০৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস নামে পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। আহত হয়েছে অর্ধশতাধিক। আহতদের ঢাকা মেডিক্যালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতরা সবাই পোশাক কারখানার শ্রমিক। নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে এবং মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতরা হলেন- বগুড়ার সোনাতলার নামাতখালী গ্রামের মাহবুবুর রহমান (২৩), চট্টগ্রামের মিরসরাইয়ের আবদুস সালাম (৫৫), চাঁদপুর সদরের মদনার গিয়াস উদ্দিন (৩৬), মাগুরার হারিসপুরের আল আমিন (৩০), রাজবাড়ীর গোয়ালন্দের বিপ্লব চন্দ্র শীল (৩৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মজিবুর রহমান (৩৭) ও চট্টগ্রামের মনসুরুল হক। বিস্ফোরণে ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলার অধিকাংশই ধ্বসে পড়ে। এ ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রায়হেনুল ইসলামকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত ও আহতদের কারখানার ভেতর থেকেই উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। কারখানার কর্মী জাহিদুল হক জানায়, সন্ধ্যায় প্রচণ্ড শব্দে বয়লার বিস্ফোরিত হলে কারখানার মূল ভবনের নিচের কয়েকটি কক্ষে আগুন লাগে। এতে কারখানাটির চার তলাভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে। আহসান হাবিব নামে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রচণ্ড শব্দে কারখানাটির বয়লার বিস্ফোরিত হয়। এতে কারখানায় আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢাকা পড়ে যায় চারপাশ। সঙ্গে সঙ্গে কারখানাটির ছাদের একটি অংশ বসে যায়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অনেকে আহত হয়েছে। এখন পর্যন্ত আহত ২০ জনকে চিকিত্সাকেন্দ্রে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। উদ্ধার অভিযান চলছে। স্থানীয়রা জানায়, বিস্ফোরণের পর পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। স্থানীয় চা দোকানদার জানান, প্রথমে মনে করেছি শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে। পরে মানুষের চিত্কার শোনার পর কাছে গিয়ে দেখি ওই কারখানায় প্রচণ্ড ধোঁয়া। কারখানাটির ভেতর থেকে চিত্কার শোনা যাচ্ছে। র্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্প ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার মহিউল ইসলাম জানান, ঘটনার পরপরই সেখানে গেছি। ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব সদস্যরাও উদ্ধার কাজে সহযোগী করেছে। রাত ১০টার দিকে তিনি জানান, এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে অনেকে। কারখানার আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানার সামনে উপস্থিত কয়েক শ্রমিক জানায়, তারা রাত ৮টার পরের শিফটের জন্য এসে দেখে কারখানায় আগুন। আগের শিফটে শ্রমিকরা কাজ শেষে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর