সেমিফাইনালে বৃষ্টিতে ম্যাচ বাতিল হলে কী হবে?
---
স্পোর্টস ডেস্ক : এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলোয়াড়দের পাশাপাশি দাপট দেখাচ্ছে বৃষ্টিও! বেরসিক বৃষ্টির বাগড়ায় গ্রুপ পর্বে ১২ ম্যাচের দুটির ফল আসেনি। তিনটি ম্যাচ নিষ্পত্তি হয়েছে ডিএল মেথডে।
গ্রুপ পর্বে বৃষ্টিতে ম্যাচ বাতিল হলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু সেমিফাইনাল তো নকআউট পর্ব, পয়েন্ট ভাগাভাগির সুযোগ নেই। তাহলে সেমিতে বৃষ্টিতে ম্যাচ বাতিল হলে কী হবে?
শেষ চারে বৃষ্টিতে ম্যাচ বাতিল হলে ফাইনালে উঠে যাবে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার সেরা দল। আর এই সুযোগটা পাবে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ভারত। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে ইংল্যান্ড, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত।
১৪ জুন কার্ডিফে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে ফাইনালে উঠে যাবে স্বাগতিকরা, কপাল পুড়বে পাকিস্তানের।
১৫ জুন এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত ও বাংলাদেশ। এই ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে বিদায় নিতে হবে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের সেমিতে ওঠা বাংলাদেশকে।
আর ম্যাচ টাই হলে ফল নিষ্পত্তি হবে সুপার ওভারে। আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে সুপার ওভার থাকলেও ওয়ানডেতে এখন পর্যন্ত দেখা যায়নি। চ্যাম্পিয়নস ট্রফিতে এই সুযোগ রেখেছে আইসিসি।
ওভালে ১৫ জুনের ফাইনালের জন্য অবশ্য রিজার্ভ ডে রাখা হয়েছে। কোনো কারণে নির্ধারিত দিনে ফল না হলে ম্যাচ হবে পরের দিন। সেদিনও ফল না হলে দুই ফাইনালিস্টকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।