g এক বছরেই ইয়াহুর ৩০০ কোটি অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার ! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৮ই অক্টোবর, ২০১৭ ইং ২৩শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

এক বছরেই ইয়াহুর ৩০০ কোটি অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার !

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৪, ২০১৭
news-image

---

১০০ কোটি নয়, ২০১৩ সালে প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহুর ৩০০ কোটি অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছিল। ইয়াহু কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ডিসেম্বরে ইয়াহু জানায়, তাদের ১০০ কোটি অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছিল। হ্যাকাররা গ্রাহকের নাম, ইমেইল অ্যাড্রেস, জন্ম তারিখ, টেলিফোন নম্বর এবং পাসওয়ার্ড চুরি করেছে।

গত বছরের সেপ্টেম্বরে ইয়াহু জানিয়েছিল হ্যাকাররা সংস্থাটির ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। যেটিকে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।

সূত্র : রয়টার্স