পাহাড়ধসে তিন জেলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৪

---
নিজস্ব প্রতিবেদক : নিম্নচাপের প্রভাবে দুই দিনের টানা বর্ষণে পাহাড়ধসে ও গাছচাপায় ঘটনায় চট্টগ্রাম বিভাগের তিন জেলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাড়িয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব জি এম আবদুল কাদের।
আজ মঙ্গলবার রাত পৌনে ৯টায় উপ সচিব জি এম আবদুল কাদের জানান, পাহাড় ধসের ঘটনায় দুই সেনা কর্মকর্তাসহ ৯৪ জনের লাশ উদ্ধারের খবর তারা পেয়েছেন। আমরা নিয়মিত জেলা পর্যায়ে যোগাযোগ রাখছি। নিহতের সংখ্যা একশ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে মারা গেছেন ৩০ জন। তাদের মধ্যে ২২ জন পাহাড় ধসে এবং বাকিরা গাছচাপায় মারা যান। এছাড়া রাঙ্গমাটিতে ৫৮ জন ও বান্দরবানে ছয়জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত রবিবার থেকে দেশের দক্ষিণ পূর্বের জেলাগুলোতে চলছে ভারি বৃষ্টিপাত। পাহাড়ি ঢলে সোমবার রাতে পরিস্থিতি নাজুক হয়ে পড়লে চট্টগ্রামের সঙ্গে রাঙামাটি ও বান্দরবানসহ কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরই মধ্যে বৃষ্টির পানিতে মাটি সরে গেলে সদর উপজেলাসহ রাঙামাটির বিভিন্ন এলাকা, বান্দরবান ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পাহাড় ধস ও গাছচাপার এ ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকা মানুষ
পদ্মায় বিলীন শরীয়তপুরের ২৫ কিলোমিটার (ভিডিও)
‘যেকোনো কিছুর বিনিময়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে’
কুতুপালংয়ে রোহিঙ্গাদের ত্রাণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধস, নিহত ৪
বাংলাদেশের বসতবাড়িতে মিয়ানমারের গুলি, সতর্ক বিজিবি
খাবারের জন্য ক্ষুধার্ত রোহিঙ্গাদের হাহাকার


চার ভাইসহ যুবলীগ নেতা আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে রাজন হত্যা মামলায় ১২ জনের ফাঁসি