আশুগঞ্জে প্রায় ৫হাজার রোগীকে বিনামুল্যে চিকিৎসা প্রদান
---
আশুগঞ্জ প্রতিনিধি॥ আশুগঞ্জের যাত্রাপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে আশুগঞ্জের ৩ হাজার ৫শত জন রক্তের গ্রুপ ও ১ হাজার রোগীকে বিনা মূল্যে ডায়াবেটিকস পরীক্ষা প্রদান করা হয়। আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় আজ ২৫ মে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যাত্রাপুর বাজার সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আমিরুল কায়ছার। আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সালাহ উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবু নাসের আহমেদ, আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আবু আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, আশুগঞ্জ যাত্রাপুর ৫নং ওয়ান্ডের মেম্বার আমির হোমেন, যুবলীগ নেতা মুনিরসহ সদর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মেডিক্যাল এইড ফর হিউমেনিটির আয়োজনে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ১০ জন এমবিবিএস ডাক্তার প্রায় পাচ হাজার লোককে চিকিৎসা প্রদান করেন । ও মেডিকেল ফর হিউমেনিটির আয়োজনে গরিব অসহায় মানুষদের কে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের কর্তব্যরত চিকিৎসক মো.সাদ্দাম হোসেন জানান, আমাদের লক্ষ্য গ্রামের অসহায় মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।