সোমবার, ১০ই এপ্রিল, ২০১৭ ইং ২৭শে চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

কলম্বিয়ায় ভূমিধস : ৪৪ শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে ৩০০

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৩, ২০১৭

কলম্বিয়ার ভূমিধসে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিভিন্ন বিদেশি গণমাধ্যম বলছে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৭ জন। যাদের মধ্যে ৪৪ জনই শিশু। অন্যদিকে কলম্বিয়ার স্থানীয় গণমাধ্যম বলছে, ভূমিধসে মৃতের সংখ্যা এখন পর্যন্ত অন্তত ৩০০ জন।
ভূমিধসের কারণে কলম্বিয়ার মোকোয়া শহর এখন মৃতপুরিতে পরিণত হয়েছে। কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমের এই শহরে ভারী বৃষ্টিপাতের কারণে মাটি আর পাথর চাপা পড়েছে এলাকার অনেক মানুষ। যারা বেঁচে আছে তারা হয় আহত, নয়তো নিখোঁজ। অনেকে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। যারা স্বজনদের খোঁজে এখনো এলাকায় আছে দেশটির সেনাবাহিনী তাদের ত্রাণ বিতরণ করছে। দেশটির প্রেসিডেন্ট এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন।
দেশটির প্রেসিডেন্ট জন ম্যানুয়েল সান্তোস শনিবারেই ঘটনাস্থলে যান। তিনি বলেন, সর্বশেষ মানুষটিকে খুঁজে না পাওয়া অব্দি আমরা উদ্ধার অভিযান থামাবো না।
শনিবার ভোররাতের দিকে এই ভূমিধসের কারণে হতাহতের সংখ্যাও বেশি। কেননা মানুষ তখন ঘুমের মধ্যে ছিলো। তবে প্রকৃত হিসাবে কত মানুষ মারা গেছে সেটা এখনি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত আছে। বিবিসি বাংলা