সোমবার, ১০ই এপ্রিল, ২০১৭ ইং ২৭শে চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

উড়ন্ত বিমানে আকাশেই জন্ম নিল ‘কাদিজু’

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৯, ২০১৭
গিনির রাজধানী কোনাক্রি থেকে ওগাডুগু হয়ে ইস্তাম্বুল যাচ্ছিল টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান। ভুমি থেকে তখন ৪২ হাজার ফুট উপরে উড়ছিল টার্কিশ এয়ারলাইন্সের বিমান বোয়িং-৭৩৭। সম্ভাবনা ছিল না জরুরি অবতরণের। হুট করেই প্রসব-যন্ত্রণা উঠল এক যাত্রীর। বিমান সেবিকাদের তৎপরতায় মাঝ আকাশে জন্ম নিল এক কন্যা সন্তান।
গর্ভবতী ওই নারীর নাম নফি দিয়াবি। ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। প্রসব যন্ত্রণায় কাতরাতে দেখে সাহায্যে এগিয়ে আসেন বিমানসেবিকারা। চলন্ত বিমানেই প্রসব করেন তিনি। বিমানে জন্ম নেওয়া ওই কন্যার নাম রাখা হয়েছে কাদিজু।
সন্তান জন্ম দেওয়ার পর ফ্লাইটটি বুরকিনা ফাসোর রাজধানীতে অবতরণ করে। পরে মা ও শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছে।
টার্কিশ এয়ারলাইন্সের বিমান বোয়িং-৭৩৭ গিনির রাজধানী কোনাক্রি থেকে ওগাডুগু হয়ে ইস্তাম্বুলে যাচ্ছিল। কাদিজু জন্ম নেওয়ার পরেই তাকে কোলে নিয়ে আনন্দে মাতেন বিমান সেবিকারা।
মজার ব্যাপার হলো, এই খবর ঘণ্টাখানেকের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এমনকি তুর্কি এয়ার লাইন্স তাদের অফিসিয়াল টুইটার আইডি থেকে ছবিসহ ঘটনাটি প্রকাশ করেছে। স্বাগত জানিয়েছে সদ্যজাত এই কন্যাকে। ধন্যবাদ জানানো হয়েছে বিমান ক্রুদেরও।

এ জাতীয় আরও খবর