সোমবার, ১০ই এপ্রিল, ২০১৭ ইং ২৭শে চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

টানা দ্বিতীয় জয় পেল মুস্তাফিজের সানরাইজার্স

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১০, ২০১৭

স্পোর্টস ডেস্ক : আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারানো পর দ্বিতীয় ম্যাচে গুজরাট লায়নসকেও হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

এ জয়ে এবারের আইপিএলে টানা দ্বিতীয় জয় পেল মুস্তাফিজের দল। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৯ উইকেটের জয় পেয়েছে তারা।

অন্যদিকে প্রথম ম্যাচে নিজেদের মাঠে ১৮৩ রান করেও কলকাতা নাইট রাইডার্সের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারে গুজরাট লায়ন্স। দ্বিতীয় ম্যাচে এসে যেন আরও চুপসে গেলো সুরেশ রায়নার দল। স্বাগতিক সানরাইজার্স হায়দারাবাদের সামনে মাত্র ১৩৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছে গুজরাট।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে শুরুতেই সানরাইজার্সের আগফান লেগ স্পিনার রশিদ খানের ঘূর্ণি তোপের মুখে পড়ে গুজরাট লায়ন্স। ৩৫ থেকে ৫৭- এই ২২ রানের মধ্যে টপ অর্ডারের চারজন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেয় স্বাগতিকরা। এর মধ্যে তিনটিই নেন রশিদ খান। একটি ভুবনেশ্বর কুমার।

রশিদ খানের স্পিন ঘূর্ণিতে কাটা পড়েন ব্রেন্ডন ম্যাককালাম ৫ রানে, সুরেশ রায়না ৫ রানে এবং অ্যারোন ফিঞ্চ ৩ রানে। মূলতঃ গুজরাটের ব্যাটিংয়ের কোমরটাই ভেঙে দিলেন রশিদ খান। ২১ বলে ৩১ রান করে এর মধ্যে ফিরে যান জেসন রয়। ৫৭ রানে ৪ উইকেট পড়ার পর দিনেশ কার্তিক আর ডোয়াইন স্মিথ ৫৬ রানের জুটি গড়েন।

তবে দলীয় ১১৩ রানের মাথায় গিয়ে ভুবনেশ্বর কুমারের বলে উইকেট দিতে বাধ্য হন ডোয়াইন স্মিথ। ২৭ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন তিনি। এর একটু পর ৩২ বলে ৩০ রান করে ফিরে যান দিনেশ কার্তিকও।

শেষ দিকে অভিষিক্ত বাসিল থাম্পির ৪ বলে ১০ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রানের পুঁজি পায় লায়ন্সরা। রশিদ খান ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া ভুবনেশ্বর কুমার ২১ রান দিয়ে নেন ২টি এবং আশিস নেহরা ২৭ রান দিয়ে নেন ১ উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ। অধিনায়ক ডেভিড ওয়ার্নার অপরাজিত থাকেন ৭৬ রানে। আর ময়েস হেনরিকস করেন ৫২ রান। গুজরাটের হয়ে মাত্র একটি উইকেট পান প্রবীণ কুমার।