বয়স ৩৭ ছুঁইছুঁই। আজ বা কাল ক্রিকেটকে বলে দিতে পারেন গুডবাই। এমন প্রান্তসীমায় এসেও বল হাতে থেমে নেই পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদির ঘূর্ণি জাদু।
দেশের মাটিতে যেমন, বিদেশের মাটিতেও তেমন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার রংপুর রাইডার্সের হয়ে খেলছেন আফ্রিদি। প্রথম ম্যাচে ১ উইকেট নিলেও আজ খুলনা টাইটানসের বিপক্ষে স্বরূপে দেখা গেল তাঁকে।
৩ ওভার বল করে ঝুলিতে পুরেছেন ৪টি উইকেট। আফ্রিদির জ্বলে উঠার দিনে দলকে ‘আগুন ঝরা’ বোলিং উপহার দিয়েছেন টাইগার স্পিনার আরাফাত সানিও। তাঁর ঘূর্ণিতে সাজঘরে ফিরে যায় তিন ব্যাটসম্যান।
আফ্রিদি-সানির বোলিং তোপে শেষমেশ ৪৪ রানেই গুটিয়ে যায় খুলনা টাইটানস। খুলনার হয়ে শুভাগত হোম (১২) ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।