১৮ই নভেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 6 » বুশ প্রশাসনের যেসব কর্মকর্তাদের নিয়োগ দিতে পারেন ট্রাম্প
পরবর্তী পাকিস্তানে মাজারে বোমা বিস্ফোরণে নিহত অন্তত ৩০, আহত ৭০


বুশ প্রশাসনের যেসব কর্মকর্তাদের নিয়োগ দিতে পারেন ট্রাম্প


Amaderbrahmanbaria.com : - ১৩.১১.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক রিপাবলিকানদের হয়ে ডোনাল্ড ট্রাম্পের আগে সর্বশেষ নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। টানা ২ বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ট্রাম্পও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট। ফলে তিনি দায়িত্ব গ্রহণের বুশ প্রশাসনের একাধিক কর্মকর্তাকে দায়িত্বে ফিরিয়ে আনতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

২০০১ সালের ৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বুশ প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠেছিল। তাদের মধ্যে একজন সাবেক ন্যাশনাল ক্লানডেস্টাইন সার্ভিস (এনসিএস)-এর পরিচালক হোসে রদ্রিগুয়েজ।

ট্রাম্পের ঘনিষ্ঠ একটি আইনি প্রতিষ্ঠানের ধারণা, হোসে রদ্রিগুয়েজকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সার্ভিস, সিআইএ-এর দায়িত্ব দিতে পারেন ট্রাম্প। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বর্তমান সিআইএ পরিচালক ব্রেসনান জানিয়েছেন, ট্রাম্প যদি ওয়াটারবোর্ডিংয়ের মতো জিজ্ঞাসাবাদের নির্যাতনমূলক পদ্ধতি ফিরিয়ে আনতে চান তাহলে তিনি রাজি হবেন না। আর রদ্রিগুয়েজ বুশের সময় এসব নির্যাতন পদ্ধতি চালু করেছিলেন। তিনিই সিআইএ-এর বেশ কয়েকটি ব্ল্যাকলিস্টেড সাইট (অজ্ঞাত টর্চার সেল) গড়ে তুলেছিলেন। ফলে সিআইএ-র দায়িত্ব ট্রাম্প তাকে দিতেই পারেন।

বুশ প্রশাসনের আরও যেসব কর্মকর্তাকে ট্রাম্প নিয়োগ দিতে পারেন তাদের মধ্যে রয়েছেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলি। তাকে সেক্রেটারি অব ডিফেন্সের দায়িত্ব দিতে পারেন ট্রাম্প। বুশের সময়কার ডিপার্টমেন্ট অব জাস্টিসের সাবেক প্রসিকিউটর ক্রিস ক্রিসটি। ট্রাম্প তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিতে পারেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close