বিনোদন ডেস্ক : যৌথভাবে সন্তানদের দায়িত্ব নিতে চেয়ে আবেদন করেছিলেন ব্র্যাড পিট। কিন্তু আপাতত অ্যাঞ্জেলিনা জোলির জিম্মাতেই থাকছে ছয় সন্তান। তবে মাঝেমধ্যে সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন ব্র্যাড। চলতি সপ্তাহেই এই নির্দেশ দিয়েছে আদালত। তবে এটাই স্থায়ী সিদ্ধান্ত নয়। ব্র্যাডের কাউন্সিলিংয়ের পর পরিস্থিতি পাল্টাতে পারে।
প্রায় এক দশক একসঙ্গে থাকার পর ২০১৪ সালের ২৩ আগস্ট বিয়ে করেন ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা। কিন্তু এ বছরের গোড়াতেই সমস্যা দেখা দেয়। সেপ্টেম্বর মাসে বিবাহ বিচ্ছেদের মামলা করেন অ্যাঞ্জেলিনা। সন্তানদের প্রতি ব্র্যাডের ব্যবহারকেই বিচ্ছেদের জন্য দায়ী করেছেন তিনি। একাই ছয় সন্তানের দায়িত্ব নিতে চান বলে আদালতে জানিয়েছিলেন জোলি।
পরবর্তীতে সন্তানদের দায়িত্ব নিতে চেয়ে পাল্টা আবেদন করেন ব্র্যাড। কিন্তু ব্র্যাডের বিরুদ্ধে অ্যাঞ্জেলিনার অভিযোগ এখনই উড়িয়ে দিতে নারাজ আদালত।