স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিয়েই শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামছে মাশরাফি বিন মুর্তজার দল। বিপিএলের প্রথম ম্যাচে কুমিল্লার মুখোমুখি নবাগত রাজশাহী কিংস। শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী।
মাশরাফি, ইমরুল কায়েস, লিটন দাস, নাজমুল হাসান শান্তদের নিয়ে শক্তিশালী দলই গড়েছে কুমিল্লা। বিদেশীদের মধ্যে আছেন পাকিস্তানের আহমেদ শেহজাদ, জ্যাসন হোল্ডার, সোহেল তানভির, নুয়ান কুলাসেকারাদের মতো তারকা।
শক্তিমত্তার দিক দিয়ে পিছিয়ে নেই রাজশাহী কিংসও। সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হকদের মতো তারকারা আছেন রাজশাহীর এই ফ্রাঞ্চাইজিতে। ড্যারেন স্যামি, উপুল থারাঙ্গা, উমর আকমলদের মতো বিশ্বমানের খেলোয়াড়ও দলে ভিড়িয়েছে রাজশাহী।