বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে সরকারকে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে হবে। আলোচনার মধ্য দিয়ে সমঝোতা তৈরি না হলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।’
বৃহস্পতিবার বিকেলে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্টা ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবকে নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদলের এস এম জাহাঙ্গীর, রফিকুল আলম মজনু প্রমুখ।
‘নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না, বিএনপিই তাদের সঙ্গে আলোচনার পথ বন্ধ করে রেখেছে’-আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব সদ্য নির্বাচিত হয়েছেন। স্বাভাবিকভাবেই তার উদ্যম বেশি থাকার কথা। সে জন্য তিনি সম্মবত আগাম এই বক্তব্য দিয়েছেন।’
বরাবরই দেখা গেছে, আওয়ামী লীগ শেষ মুহূর্তে আবার আলোচনার ডাক দেয়- এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘তারা বলেছে, ২০১৪ সালের আগে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না। কিন্তু পরে তারাই আবার আলোচনার জন্য বিএনপিকে ডেকেছেন। সরকার গণতন্ত্রে বিশ্বাস করলে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে। এর কোনো বিকল্প নেই।’
গুলশানে ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ ও র্যাবের পরস্পরবিরোধী বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের দোদুল্যমানতা,স্ববিরোধিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে যে অসহযোগিতা,এটা তারই প্রমাণ!’