নিজস্ব প্রতিবেদক: গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযানরাজধানীর গুলিস্তান এলাকায় ব্যাপকভাবে হকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে দ্বিতীয় দফায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. খালিদ হোসেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের নেতৃত্বে প্রথম দফায় গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ওই সময় কয়েকজন হকার নেতা অভিযানে বাধা দিলে ব্যাপক ধরপাকড় হয়। সেসময় এক হকার নেতাকে আটক করে নগর ভবনে নিয়ে যাওয়া হয়।
পরে বেলা দু’টার পর হকাররা সংঘবদ্ধ হয়ে নগর ভবনের সামনে যান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে বেলা পৌনে তিনটার দিকে মেয়রের নির্দেশে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. খালিদ হোসেনের নেতৃত্বে দ্বিতীয় দফায় হকার উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় বুলডোজার দিয়ে হকারদের অস্থায়ী দোকান ও মালামাল গুড়িয়ে দেওয়া হয়।
হকার উচ্ছেদ কার্যক্রমে সহায়তা করছে পুলিশ ও ডিএসসিসির কর্মকর্তারা।এদিকে, হকার উচ্ছদ কার্যক্রম পরিচালনা করায় গুলিস্থানে যান চলাচল একেবারে বন্ধ হয়ে আছে।