১লা অক্টোবর, ২০১৬ ইং, শনিবার ১৬ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » খেলা » সহযোগী দলগুলোর বিপক্ষে বাংলাদেশের যত গুটিয়ে যাওয়া


সহযোগী দলগুলোর বিপক্ষে বাংলাদেশের যত গুটিয়ে যাওয়া


Amaderbrahmanbaria.com : - ২৯.০৯.২০১৬

স্পোর্টস ডেস্ক : কেনিয়ার বিপক্ষে একবার ১০০ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সেটি টেস্ট মর্যাদা পাওয়ারও তিন বছর আগের ঘটনা। আন্তর্জাতিক ক্রিকেটে তখন সবে নিয়মিত হতে শুরু করেছে বাংলাদেশ। ১৯৯৭ সালের অক্টোবরে নাইরোবির সেই বিপর্যয় আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বাজে ব্যাটিং পারফরম্যান্স। কাল আফগানিস্তানের বিপক্ষে ২০৮ সহযোগী সদস্য দেশগুলোর বিপক্ষে সবচেয়ে বাজে ১০টি ইনিংসের একটি! টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর সহযোগী দলগুলোর বিপক্ষে এটিই বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন। অনেক দিন পর সেই পুরোনো বৃত্তে যেন ফিরল বাংলাদেশ!

কেনিয়ার বিপক্ষে ২০০–র নিচে অলআউট হয়ে যাওয়ার ইতিহাস যথেষ্টই দীর্ঘ। সহযোগী সদস্য দেশগুলোর বিপক্ষে সর্বনিম্ন ১০ ইনিংসের ছয়টিই কেনিয়ার বিপক্ষে। ২০০৩ বিশ্বকাপে কানাডার বিপক্ষে ১২০ এই তালিকার দ্বিতীয় স্থানে আছে। আরেক সহযোগী সদস্য দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে দুটো ইনিংসও আছে এই তালিকায়। ২০০৭ বিশ্বকাপে ব্রিজটাউনে ১৬৯ রানে অলআউট হয়ে হেরেছিল বাংলাদেশ। তবে ২০১১ বিশ্বকাপে ২০৫ রানে অলআউট হয়েও আয়ারল্যান্ডকে হারিয়েছিল এই মিরপুরের মাটিতেই। বোলাররা করেছিলেন দারুণ বোলিং।

 সহযোগী দলগুলোর বিপক্ষে অল্প রানেই গুটিয়ে যাওয়ার এমন কিছু লজ্জার রেকর্ড দেখে নিতে পারেন—
স্কোর প্রতিপক্ষ  ভেন্যু  সাল
১০০ কেনিয়া নাইরোবি ১৯৯৭
১২০ কানাডা ডারবান ২০০৩
১৫৮ কেনিয়া ঢাকা ১৯৯৯
১৬৯ আয়ারল্যান্ড ব্রিজটাউন ২০০৭
১৮৫ কেনিয়া জোহানেসবার্গ ২০০৩
১৯৭ কেনিয়া নাইরোবি ১৯৯৭
১৯৮ কেনিয়া চেন্নাই ১৯৯৮
২০৫ আয়ারল্যান্ড ঢাকা ২০১১
২০৮ আফগানিস্তান ঢাকা ২০১৬
২১৩ কেনিয়া ঢাকা ১৯৯৯




Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close