৩রা অক্টোবর, ২০১৬ ইং, সোমবার ১৮ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


সৌদি সীমান্তে ইয়েমেনের শেল, বাংলাদেশীসহ ৪জনের মৃত্যু


Amaderbrahmanbaria.com : - ০১.১০.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জাহান প্রদেশের সীমান্তে ইয়েমেন থেকে ছোড়া শেলের আঘাতে দেশটির এক সীমান্তরক্ষীসহ অপর তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহত তিন বেসামরিক নাগরিকের মধ্যে একজন বাংলাদেশীও রয়েছেন বলে জানা গেছে।

দেশটির সরকার এক বিবৃতিতে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। ওই ঘটনায় বাংলাদেশী ছাড়া নিহত বাকী বেসামরিক দু’জন সৌদি নাগরিক বলে জানা গেছে। তবে তাদের কারোরই বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে সৌদি সীমান্তরক্ষী বাহিনীর মেজর জেনারেল মনসুর আল-তুর্কি জানান, গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দেশটির জাহান প্রদেশের সীমান্তবর্তী তুওয়াল শহরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর ‘হামলা’র ঘটনা ঘটেছে।

এ হামলার পেছনে ইয়েমেনের ‘হওথিস’ বিদ্রোহী গোষ্ঠী দায়ী বলে সৌদি আরব মনে করছে। এছাড়াও স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, একই দিনে ইয়েমেনের মধ্যাঞ্চলে বায়দা প্রদেশের রাদা শহরে ড্রোন হামলায় দুজন সন্দেভাজন আল কায়েদা সদস্যকে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যারা ইয়েমেনে আল কায়েদার লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা পরিচালনা করে। মাঝে মাঝেই দেশটি বিবৃতি দিয়ে তাদের এ নিয়মিত অভিযানের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করে। গত সপ্তাহে দেশটি ইয়েমেনে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়ে চারজন আল কায়েদা সদস্যকে হত্যা করেছে। এর মধ্যে রাদা শহরে নিহত দুজনও রয়েছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close