স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সাদা পোষাকের অধিনায়ক মুশফিকুর রহিম। ২০০৫ সালে মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইকেটকিপার ব্যাটসম্যানের।
অভিষেকের পর থেকেই দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে দাঁড়িয়েছেন তিনি। নানা সময় নানা ভাবে দলকে উপহার দিয়েছেন জয় । কখনো ব্যাটে, কখনো উইকেট রক্ষক হিসেবে, কখনো বা অধিনায়কের ভূমিকায় দলের জন্য যুদ্ধ করে গেছেন এই ক্রিকেটার।
টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিক বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত টেস্ট খেলেছেন ৪৮টি। যার মধ্যে অর্ধশতক আছে ১৫টি এবং শতক আছে ৩টি।
সব মিলিয়ে টেস্টে ৩২.৩১ গড়ে তার সর্বমোট রান ২৬৫০। প্রথম বাংলাদেশী হিসেবে তিনিই টেস্টে ২০০ রান করার গৌরব অর্জন করেন।
এক দিনের আন্তর্জাতিক ম্যাচেও রয়েছে মুশফিকুর রহিমের অনন্য কীর্তি। দেশের হয়ে ১৬০টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ২২টি অর্ধশতক ও ৪ শতক নিয়ে ৩১ গড়ে সর্বমোট রান করেছেন ৩৯৬৪।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিক চলমান আফগানিস্তান সিরিজেও আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। চলমান তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আর মাত্র ৩৬ রান করতে পারলে তৃতীয় বাংলাদেশী হিসেবে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
এর আগে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ওয়ানডেতে চার হাজারি ক্লাব যোগ দিয়েছেন।